বিভিন্ন অনিয়মের অভিযোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ২ ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা। এ সময় রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা।দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে আসা সেবা গ্রহীতারা। সেই সঙ্গে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।নওগাঁ সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ছেলেকে চিকিৎসা করাতে আসা সুমি আক্তার বলেন, ‘হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছি ৫ দিন হচ্ছে, এখনো খাবার পাইনি। আমাদের বাড়ি দূরে হওয়ায় হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। যারা খাবার বিতরণ করতে আসে, তারা দেখে দেখে খাবার দেয়। সবাইকে খাবার দেয় না। দুদকের এমন অভিযান নিয়মিত পরিচালনা হলে হাসপাতালগুলোর দুর্নীতি কমে আসবে।’নওগাঁর কানমটকাই এলাকার বাসিন্দা আব্দুস সবুর বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছি। গত ৩ দিন আগে ডায়েরিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। গত ৩ দিনে কোন খাবার পাইনি। আজকে সকালে একটা কলা, রুটি এবং ডিম দিয়েছে। তাছাড়া সব খাবার বাইরের থেকে কিনে খেতে হচ্ছে। ডাক্তাররাও আমাদেরকে সময়মতো ভিজিট করতে আসেন না।’অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় নওগাঁর উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা বলেন, ‘হাসপাতালে বরাদ্দের চেয়ে কম খাবার পরিবেশন, ওষুধ কালোবাজারি, হাসপাতালের সরকারি টেন্ডারে বিশেষ শর্ত জুড়ে দেওয়া এবং চিকিৎসকদের সময়মতো না আসা, রোগীদের সাথে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। অভিযানে খাবারে অনিয়ম এবং চিকিৎসকদের সময়মতো না আসার প্রমাণ মিলেছে। সরকারি টেন্ডারের কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্রগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘দুদক কিছু অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। আমাদের এই হাসপাতালটি ২৫০ শয্যা হলেও এখনো বরাদ্দ আসে ১০০ শয্যার। যার কারণে সব রোগীকে আমাদের পক্ষে খাবার দেওয়া সম্ভব হয় না। ডাক্তারদের সময়মতো না আসার ব্যাপারে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। এ ব্যাপারে তারা যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় দৈনিক ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের
গাজায় দৈনিক ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের

গাজার ৩টি এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা সহজতর করতেই এই ‘কৌশলগত Read more

নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে- প্রধান উপদেষ্টা, আইএমএফ আরো সাড়ে ৬৪ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশকে
নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে- প্রধান উপদেষ্টা, আইএমএফ আরো সাড়ে ৬৪ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশকে

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা ‘জুবায়েরপন্থি’ ও ‘সাদপন্থি’দের মধ্যে সংঘর্ষে চার জন নিহত ও ৫০ Read more

জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী
জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী

জামায়াত নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি বর্তমানে মানুষের পালস বুঝতে না পেরে নির্বাচন পেছানোরও পাঁয়তারা করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন