মেহেরপুরের গাংনীতে দুই দিনের ব্যবধানে দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৮ জুন) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। সারাদেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, আর মেহেরপুরে নতুন করে দু’জন করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে।গাংনীতে দুই দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত দু’জন হলেন- উপজেলা শহরের চৌগাছা গ্রামের রমজান আলীর স্ত্রী রুনা খাতুন (৫০) এবং উপজেলার বামন্দী চেরাগি পাড়ার মৃত জিয়াউল হকের ছেলে কালাম হোসেন (৪৭)।স্থানীয়রা জানান, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি গাংনী উপজেলায় দু’জন করোনা আক্রান্ত হয়েছে। তবে আমাদের সকলেরই স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। করোনা রোগের যে উপসর্গ রয়েছে, তা শরীরে দেখা দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে হবে।করোনায় আক্রান্ত বামন্দী গ্রামের বাসিন্দা কালাম হোসেন বলেন, ‘হঠাৎ শরীর খুব অসুস্থ লাগছিল। এর আগের করোনার উপসর্গ সম্পর্কে মানুষের কাছ থেকে শুনেছিলাম। আমার মনে হল করোনা হতে পারে, সে থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করাতে গিয়েছিলাম। এখানে আমার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা নিচ্ছি।’গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী বলেন, ‘করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের কাছে করোনা ভাইরাস সনাক্তকরণে জন্য পুরনো কিট রয়েছে, তা দিয়ে পরীক্ষা করা হচ্ছে। নতুন কিটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। এছাড়া সকলকে সচেতন করার জন্য মাইকিং করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয়, লেডি গাগার বিয়ের গুঞ্জন
প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয়, লেডি গাগার বিয়ের গুঞ্জন

পপতারকা লেডি গাগা ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে: নাসির
জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে: নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী নানাবিধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন