কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার (১৮ জুন) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা বিএনপি আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম। এছাড়া উক্ত সমাবেশে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলম বিএনপির অনেক নেতাকর্মীদের হত্যা করেছে। অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দিয়ে নির্যাতন করেছে। ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন হলে সাবেক সংসদ সদস্য জাফর আলমের অত্যাচারের অবসান ঘটে।বক্তারা আরও বলেন, এখন সময় এসেছে জাফর আলমের বিচার করার। তাই আমরা সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে দ্রুত সময়ে বিচার করে ফাঁসি নিশ্চিত করার জন্য। তাহলে চকরিয়ায় নিহত হওয়া বিএনপির নেতাকর্মীদের আত্মা শান্তি পাবে।উক্ত সমাবেশের আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চকরিয়া থানা রাস্তার মাথা থেকে আদালত চত্বরে উদ্দেশ্যে রওয়ানা দিলে মাঝপথে সেনাবাহিনী বাধা দেয়। ফলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।এআই
Source: সময়ের কন্ঠস্বর