জামালপুরে এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি রাজধানী ঢাকা থেকে জামালপুরে এসেছেন। বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, জামালপুরে কর্মরত এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। দীর্ঘ তিন বছর পর, ২০২৩ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে কেন্দ্র করে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর