চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কাজলী (৩০) নামের এক হিজড়া নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে বারআউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়ক পার হতে গিয়ে একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এই ঘটনায় আহত হয় আরও এক হিজড়া। এই ঘটনায় মিনি বাসটিকে আটক করা হলেও পালিয়ে যায় চালক। নিহত কাজলী কুড়িগ্রাম জেলা ও থানার চর হরিকেশ গ্রামের মো. আলমের সন্তান।পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাজলী কয়েকদিন আগে কুড়িগ্রাম থেকে এখানে বেড়াতে এসেছিল মধ্যম সোনাইছড়ি দলাইয়ারপাড়া এলাকায় বাসবাস করা হিজড়া সম্প্রদায়ের কাছে। কিন্তু মঙ্গলবার রাতে দলবদ্ধ হয়ে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমূখী একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে কাজলী নামের হিজড়া ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও এক হিজড়া। আহত হিজড়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) আবদুল মমিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত হিজড়ার লাশ উদ্ধার করি। আহত হিজড়াকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থাও আশঙ্কা জনক। এই ঘটনায় মিনিবাসটিকে আটক করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।এআই
Source: সময়ের কন্ঠস্বর