ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, এ মিসাইল হামলা প্রমাণ করে আমরা অধিকৃত অঞ্চলগুলোর আকাশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি।ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে আইআরজিসি।তেহরানের দাবি, তাদের সফল মিসাইল হামলা থেকেই এটি প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা এখন তাদের নিয়ন্ত্রণে। ফলে, ইসরায়েলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে।উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করা এবং দেশটির ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছেন। ট্রাম্পের এমন বক্তব্যর পরই এই পাল্টা দাবি করলো আইআরজিসি।এবি
Source: সময়ের কন্ঠস্বর