যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু’দিন অভিযান চালিয়ে ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় মদ, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যালসহ ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় মদসহ প্রকাশ শিকদার (৩৫) নামে এক ভারতীয় মাদক চোরাকারবারীকে আটক করে বিজিবি। এক প্রেস নোটে যশোর বিজিবি এ তথ্য জানান।আটক প্রকাশ শিকদার ভারতের উত্তর ২৪ পরগণা জেলার গায়ঘাটা থানার বনগাঁ চাঁদপাড়া গ্রামের পরিমল শিকদারের ছেলে। বিজিবি জানায়, বিজিবি’র টহল দল সোমবার (১৬ জুন) ও মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, পাঁচপীরতলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যাল, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ, চকলেট, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে সোমবার আটক করা হয় ভারতীয় মাদক চোরাকারবারীসহ ৭ লাখ ৫২ হাজার টাকার মালামাল এবং মঙ্গলবার আটক করা হয় ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকার মালামাল।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।এনআই
Source: সময়ের কন্ঠস্বর