চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৭ হাজারেরও বেশি নিবন্ধিত জেলে রয়েছে, যাদের মধ্যে প্রায় সবাই সমুদ্রগামী, যাদের জীবিকা একমাত্র মাছ আহরণের উপর নির্ভর করে। এমন হতদরিদ্র জেলেদের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়।মঙ্গলবার (১৭ই জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বাছুর বিতরণ করে প্রশাসন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং বাছুরগ্রহীতা ১৬ জন হতদরিদ্র জেলে।এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-কে বলেন, ‘ইলিশ আহরণকারী জেলেদের মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সাথে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে সরকার বদ্ধ পরিকর।’পর্যায়ক্রমে হতদরিদ্র জেলেদের মাঝে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্যসম্পদ অফিস কর্তৃপক্ষ।এনআই
Source: সময়ের কন্ঠস্বর