নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দেখতে গিয়ে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয় দুই কলেজ ছাত্র। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হলে তাদের থানায় সোপর্দ করে বিজিবি।সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকায় এই ঘটনা ঘটে।আটক কলেজ ছাত্ররা হলেন, জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩) ও একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। আটক মিনহাজুল ইসলাম নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র এবং তামিম আহমেদ সৌরভ সাপাহার সরকারি ডিগ্রী কলেজের ছাত্র বলে জানা গেছে।জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ৫-৬ জন বন্ধু মিলে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশী দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে ফিরিয়ে এনে সাপাহার থানায় হস্তান্তর করেন। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠায়।এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাদিকুর রহমান বলেন, গতকাল সোমবার সাপাহার উপজেলার জবই বিল এলাকার সীমান্তে ৬ জন যুবক ঘুরতে যান। সীমান্ত এলাকায় ছবি তোলার একপর্যায়ে দুজন যুবক দুই দেশের সীমান্তরেখা পেরিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এরপর ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের আটক করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে সাপাহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি
এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি

রাজপরিবারের সঙ্গে সমঝোতার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রিন্স হ্যারি। যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে হারের পর বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডিউক Read more

ডাকসু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠক
ডাকসু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের Read more

সমন্বয়কদের নিরাপত্তা ইস্যুতে পুলিশের চিঠি পাঠানো নিয়ে যে প্রশ্ন উঠছে
সমন্বয়কদের নিরাপত্তা ইস্যুতে পুলিশের চিঠি পাঠানো নিয়ে যে প্রশ্ন উঠছে

জাতীয় নাগরিক কমিটি নামে রাজনৈতিক প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের পরই বিভিন্ন জেলায় সফরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা দিতে পুলিশ সদর দপ্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন