মুন্সীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার শহর বাজার ও সুপার মার্কেট এলাকায় অভিযান চালায় অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে শহর বাজারের সন্তোষ বণিক অ্যান্ড সন্স নামক একটি দোকানে জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড টেক্সটাইল রঙ বিক্রির প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সুপার মার্কেট এলাকার মেহেরুন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন মুদি, কাঁচাবাজার, গোশত ও ডিমের দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ যাচাই করা হয়। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার বাহিনীর একটি টিম।এসআর
Source: সময়ের কন্ঠস্বর