ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজের আকাশসীমায় ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। মঙ্গলবার (১৭ জুন) প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক মজিদ ফারশির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, একই সময় তাবরিজের আকাশে থাকা আরও দুটি ইসরায়েলি ড্রোনও গুলি করে ধ্বংস করা হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি চতুর্থবারের মতো কোনো এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা।এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে হামলা চালায়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশটির সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হামলা। ওইসব হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি, বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং খাতাম আল-আনবিয়ার তৎকালীন কমান্ডার জেনারেল গোলামআলি রশিদ।এই ঘটনার পরপরই খামেনি আলি শাদমানিকে খাতাম আল-আনবিয়ার নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেন এবং তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেন। তবে সম্প্রতি ইসরায়েল দাবি করেছে, তেহরানে এক হামলায় আলি শাদমানিও নিহত হয়েছেন। যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ দাবির সত্যতা স্বীকার করেনি।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক হামলার পর ইরান পুরো দেশে বাড়তি সতর্কতায় রয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর