শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো না হলেও মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে ১৮২ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে টাইগাররা।মঙ্গলবার (১৭ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। যদিও ব্যাটিংয়ে নেমে হতাশ করে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম।দিনের শুরুতে দলীয় ৫ রানের মাথায় কোনো রান না করেই বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর মমিনুল হক ও সাদমান ইসলাম দলের হাল ধরেন। যদিও তাদের চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি।দলীয় ৩৯ রানে অভিষিক্ত বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলের সুইংয়ে বিভ্রান্ত হন সাদমান। স্লিপ অঞ্চল দিয়ে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে সাদমান খেলেন ৫৩ বলে ১৪ রানের ইনিংস।এরপর দ্রুত বিদায় নেন আরেক সঙ্গী মমিনুল হকও। ব্যক্তিগত ২৯ রানে থারিন্দুর শিকার হন তিনি। ফলে দলীয় ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।এরপর নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি থেকে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন এই দুই ব্যাটার। দুজনই তুলে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি।এই দুই ব্যাটারের দৃঢ়তায় চা বিরতিতে গেছে বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত ৭০ এবং মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৬৬ রানে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর