ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত একটি প্রধান তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে। খবর টাইমস অব ইসরায়েল’র।তেল পরিশোধনাগরটি পরিচালনা করা প্রতিষ্ঠান বাজান গ্রুপ এক বিবৃতিতে জানায়, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে। পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছেন বলে নিশ্চিত করে বাজান।তেলআবিব স্টক এক্সচেঞ্জকে দেয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।ইসরায়েলের উত্তরে হাইফা উপসাগরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত বজান তেল শোধনাগারটি। এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই একটি সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে চিহ্নিত ছিল।  যদিও অতীতে কখনও এটি সরাসরি হামলার শিকার হয়নি।স্থানীয় বাসিন্দা, পরিবেশ কর্মী এবং অন্যান্যরা দীর্ঘদিন ধরে বাজান স্থাপনাটি বন্ধ করে অন্যত্র স্থানান্তরের জন্য দাবি জানিয়ে আসছিলেন। এটি ওই এলাকায় ব্যাপক দূষণ সৃষ্টি করে এবং প্ল্যান্টে আঘাত হলে ভয়াবহ পরিণতি হতে পারে।পরবর্তীতে ২০২২ সালে সরকার সিদ্ধান্ত নেয় ২০৩০ সালের মধ্যে এই স্থাপনাটি স্থানান্তর করা হবে। সাইটের সংলগ্ন বিশাল তেল ট্যাঙ্কগুলোর একটি সারি অপসারণের কাজ এই বছর শুরু হওয়ার কথা ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও Read more

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন