দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছরের এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের অভিযোগে মো. রবিউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর (উকিল পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর আরাফাত হোসেন (১৩) ওই গ্রামের মো. ছাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর আরাফাতের বাবা বাদী হয়ে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে রবিউল ইসলাম আরাফাতকে কৌশলে পাশের পুকুরে নিয়ে যায়। পরে সেখানে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে। রবিউল ইসলাম স্থানীয় সাবেক ইউপি সদস্য একরামুল হকের বড় ছেলে।খবর পেয়ে খানসামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।”এদিকে নির্মম এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Source: সময়ের কন্ঠস্বর