রাজধানীর শাহবাগে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (১৬ জুন) সকালে একটি দল স্লোগান দিতে দিতে এসে সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরপরই তারা এলাকা ত্যাগ করে।বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বেলায়েত শেখ বলেন, ‘স্লোগানের শব্দ শুনে আমি বারান্দায় গিয়ে দেখি ১২-১৫ জন ব্যানার নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে স্লোগান দিচ্ছে। তারা মিছিল শেষে ককটেল ফাটিয়ে দ্রুত সরে পড়ে।’এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘একটি মিছিল বের হওয়ার পর পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর