রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করতে প্রতি মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব সভার আয়োজন করে সংস্থাটি। মূলত সভায় আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত থেকে রাজস্ব আদায়ের তথ্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন।গতকাল রোববার (১৫ জুন) এনবিআরের আয়কর বিভাগের রাজস্ব আদায়–সংক্রান্ত পর্যালোচনা ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। বেশ কয়েকজন কর্মকর্তা বেনামে অংশগ্রহণ করেছেন এই সভায়। বৈঠকে ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘ইলন মাস্ক’ নামে অংশ নিয়েছেন। তেমনি ‘মায়ের দোয়া স্যানিটারি’, ‘তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি’ অংশ নেয়।বৈঠকে অংশগ্রহণকারীদের এমন বেনামে অংশগ্রহণ নিয়ে চলছে সমালোচনা। অনেকে বলছেন, ঈদের আগে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের কেউ কেউ পরিচয় গোপন করতে নাম বদলাতে পারেন। আবার অনেকে ধারণা করছেন, অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে কিছু ‘বট’ অ্যাকাউন্টকে অন্তর্ভুক্ত করা হতে পারে।গতকাল এনবিআর ভবনের সম্মেলন কক্ষে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে এই সভা হয়। এতে সশরীরে সব সদস্য, মহাপরিচালক ও কমিশনার উপস্থিত ছিলেন। এই সভায় সারা দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ভার্চ্যুয়াল মাধ্যম জুমে অংশ নেন। এর আগে গত ৪ জুন এনবিআরের আয়কর বিভাগের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্র অর্জনে কৌশল নির্ধারণ এবং মে মাস পর্যন্ত রাজস্ব আদায় সংক্রান্ত বিষয়ে পর্যালোনা সভার নোটিশ দেয় সংস্থাটি। যেখানে জুম আইডি দেওয়া হয়।জানা গেছে, রোববারের বৈঠকে চার শতাধিক অংশগ্রহণকারী ছিলেন। এর মধ্যে বেশ কয়েকটি নাম ছিল চমকপ্রদ ও অবিশ্বাস্য। ‘আইফোন’ নামে অন্তত ২০টি আইডি ও ‘স্যামসাং’ নামেও অনেকে যুক্ত হন। এমনকি ‘২০২৫’ নামে কিছু আইডিও বৈঠকে উপস্থিত ছিল। তবে কেউ কেউ কর অঞ্চল বা সার্কেলের অফিসিয়াল আইডি ব্যবহার করে বৈঠকে অংশ নেন এবং অনেকে নিজের সঠিক নামেই বক্তব্য দেন।এনবিআরের একটি সূত্র জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত (প্রথম ১১ মাসে) আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ৮০৫ কোটি টাকা। আদায় হয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার ১৯৬ কোটি টাকা, ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬০৯ কোটি টাকা।এনবিআরের কয়েকজন কর্মকর্তা বলেছেন, এমন উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের আগে অংশগ্রহণকারীর পরিচয় যাচাই করা হয় এবং অনুমতি দেওয়ার দায়িত্ব থাকে আয়োজকের ওপর। ফলে প্রশ্ন উঠেছে, কীভাবে এমন সব বেনামি ও অপ্রাসঙ্গিক নামের আইডিকে সভায় যোগ দেওয়ার সুযোগ দেওয়া হলো।
Source: সময়ের কন্ঠস্বর