জেলা এনএসআই ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার থেকে একটি বিদেশী পিস্তল, ৪টি দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা, ছুরি, টেঁটা), ফেনসিডিল ও মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টা থেকে সোমবার (১৬ জুন) ভোর রাত ৫ টা পর্যন্ত চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে এ অভিযান চালায়।গ্রেপ্তারকৃতরা হলো দুই আপন ভাই মিজান বেপারী (৪০) ও ফরিদ বেপারী (৫০)। এরা ভিটি হোগলাকান্দি গ্রামের আব্দুস ছালাম বেপারীর ছেলে। এছাড়া, এ সময় জিজ্ঞাসাবাদের জন্য জাকির দেওয়ান (৪৫) নামে আরও একজনকে আটক করা হয়।মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর