কেন্দ্রীয় ইসরায়েলে ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত হয়েছে। দেশটির উদ্ধারকারী সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ) এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলএমডিএ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ৩০ বয়সী এক নারীর অবস্থা আশঙ্কা জনক। বাকী ৬৬ জনের মধ্যে ৬ জনের অবস্থা কিছুটা গুরুতর। সোমবার (১৬ জুন) সকালে নতুন করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেন্দ্রীয় ইসরায়েলে অন্তত দুটি ভবন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে হাইফা অঞ্চলে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে না আনার জন্য ইসরায়েলের পুলিশ কর্মকর্তারা আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকদের সরিয়ে দিচ্ছে। একজন মুখপাত্র জানিয়েছে, হাইফায় হামলার ঘটনা তদন্তে উপকূলীয় জেলা পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থলে রওয়া হয়েছে। হাইফা বন্দর হলো ইসরায়েলের প্রধান তেল শোধনাগার কেন্দ্র। এছাড়া এখানে দেশটির একটি নৌঘাঁটি রয়েছে। এবি
Source: সময়ের কন্ঠস্বর