রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন জেলা বিএনপি। গত ১৩ জুন এই নোটিশ ইস্যু করা হলেও বিষয়টি প্রকাশ পায় রোববার (১৫ জুন)।বিএনপি নেতা নজরুল ইসলাম মন্ডলসহ কারণ দর্শানো নোটিশ পাওয়া অপর দুই নেতা হলেন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর ইসলাম মন্ডল।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুন বিএনপি থেকে আজীবন বহিষ্কার হওয়া পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুমার সঙ্গে দলীয় ফরম বিতরণ ও সভা করেছেন শোকজ পাওয়া এই তিন নেতা। এভাবে একজন বহিষ্কৃত নেতার সাথে সভা করে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।এই ঘটনায় এই তিন নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা তা জানতে চেয়ে কারণ দর্শানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই তিন নেতাকে।নজরুল ইসলাম মন্ডল ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে দু’বারই পরাজিত হোন তিনি।এ ব্যাপারে কথা বলতে নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে কল করা হলে তিনি এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।এবিষয়ে পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, বলেন, আমি কারণ দর্শানো নোটিশ পেয়েছি। তবে যে কারনে কারণ দর্শানোর কথা বলা হয়েছে। সেটি ঠিক নয়। ১১ জুন বিএনপির একটি প্রোগ্রামে পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুমা প্রধান বক্তা ছিলেন, আমিও বিশেষ অতিথি ছিলাম। তবে জানতাম না তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি যেনেছি রাত ১১-১২টার দিকে ফেসবুকে। তবে আগে জানলে সেই অনুষ্ঠানে যেতাম না।   রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, দলের শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত জরুরি ছিল। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অব্যাহতি পাওয়া নোবিপ্রবি রেজিস্ট্রারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
অব্যাহতি পাওয়া নোবিপ্রবি রেজিস্ট্রারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: আসিফ মাহমুদ
আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: আসিফ মাহমুদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যেখানে তিনি লিখেছেন- মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে Read more

চাচীকে হত্যার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ভাতিজা
চাচীকে হত্যার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ভাতিজা

যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে (চাচী সম্পর্কে) হত্যার হুমকি দিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করে আসছে সামাজুল ইসলাম Read more

সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা
সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা

সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন