নাটোরের সিংড়া উপজেলায় সরকারি এক নম্বর খাস জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।অভিযানে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৬৮ দাগের এক একরের চার শতক সরকারি খাস জমিতে গড়ে ওঠা ঘরবাড়ি ও দোকানঘর অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ‘সময় এর কন্ঠস্বর’কে বলেন, উপজেলার মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এক ব্যক্তি সরকারি পুকুর দখল করে আরসিসি তিন তলা ফাউন্ডেশন দিয়ে স্থানীয় বাড়ি ও দোকান নির্মাণ করছিলেন। বিষয়টি জানার পর সেখানে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, সরকারি খাস জমি জনস্বার্থে সংরক্ষিত সম্পদ। এসব জমি দখল করে ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করবে, এটি কখনোই বরদাশত করা হবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুশাসন ও ন্যায়ের প্রতিষ্ঠা তখনই সম্ভব, যখন সকলের জন্য সমান নিয়ম প্রযোজ্য হয়। আজকের উচ্ছেদ অভিযান তারই একটি বাস্তব উদাহরণ। আমরা কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি না, বরং যারা আইন লঙ্ঘন করে অবৈধভাবে দখল করে আছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। এই কার্যক্রম শুধু উচ্ছেদে সীমাবদ্ধ নয়, আমরা ভবিষ্যতে যাতে কেউ সরকারি জমি দখল করার সাহস না পায়, সে জন্য নিয়মিত তদারকি ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। জনগণের প্রতি আহ্বান, কেউ যেন ভূমি দখলের মতো অপরাধে জড়িত না হন। কোনো অনিয়ম বা অবৈধ দখলের তথ্য থাকলে সরাসরি উপজেলা ভূমি অফিসে জানান। আমরা জনগণের পাশে আছি এবং সবসময় আইন ও ন্যায়ের পক্ষে থাকব।স্থানীয়দের মধ্যে অনেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দখলদারদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমে সরকারি জমি রক্ষা পাবে এবং জনসাধারণের স্বার্থ সংরক্ষিত হবে।উল্লেখ্য, চলতি বছরে সিংড়ায় এটি ছিল চতুর্থ দফা উচ্ছেদ অভিযান, যা ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনের সক্রিয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করার একটি অংশ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূর্ব শত্রুতার জেরে নারীকে হত্যাচেষ্টা
পূর্ব শত্রুতার জেরে নারীকে হত্যাচেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর মিয়াপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এক নারীকে কুপিয়ে ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এতে Read more

ভারত-চীন সীমান্তে টহলদারি নিয়ে চুক্তি, দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলছে?
ভারত-চীন সীমান্তে টহলদারি নিয়ে চুক্তি, দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলছে?

‘দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’ (প্রকৃত নিয়ন্ত্রণরেখা) বরাবর সেনাবাহিনীর টহল দেওয়ার বিষয়ে একটা সমঝোতায় পৌঁছেছে ভারত ও চীন। রাশিয়ায় আয়োজিত Read more

জাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা চলছে, আসন প্রতি লড়বে ২৮০ জন
জাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা চলছে, আসন প্রতি লড়বে ২৮০ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। প্রথম দিনের 'ডি' ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় আসন Read more

ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর
ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর

পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন