সাতক্ষীরার আওয়ামী লীগের সংরক্ষিত আসেনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়ীতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়।আজ রোববার (১৫ জুন) দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ বিলাশবহুল বাড়ীতে ২ ঘন্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।অভিযান শুরুর পরপরই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান। পরে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আটক রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।আরডি
Source: সময়ের কন্ঠস্বর