রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগপূর্তি। শনিবার (১৪ জুন) সন্ধ্যা সাতটার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, ডেইলি অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি জহিরুল ইসলাম হালিম, দৈনিক দিনকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান রনি, দৈনিক কালবেলার গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সমাজকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সময়ের কণ্ঠস্বর’ নিরপেক্ষ সংবাদ প্রচারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত এক যুগে দেশের গণমাধ্যম অঙ্গনে প্রতিষ্ঠানটি যে অবদান রেখেছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।’বক্তারা আরও বলেন, ‘সময়ের কণ্ঠস্বর শুরু থেকেই জনমানুষের কথা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে। আগামীতেও পত্রিকাটি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে গণমানুষের মুখপত্র হিসেবে এগিয়ে যাবে-এমনটাই প্রত্যাশা সকলের।’আয়োজনে সবাই ‘সময়ের কণ্ঠস্বর’-এর উত্তরোত্তর সফলতা ও দীর্ঘ পথচলার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সবশেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Source: সময়ের কন্ঠস্বর