ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলেন তামান্না আক্তার। আনন্দময় ভ্রমণ শেষে ফিরছিলেন ঢাকায়। কিন্তু পথে নির্মম এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবন।শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তামান্না ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালী জেলায়।স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে বিকল হয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুবোঝাই আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন। নিহতদের মধ্যে তামান্নার পরিচয় শনাক্ত করে পুলিশ।তামান্নার এক সহপাঠী বলেন, ‘দুই দিন আগেও ওর সঙ্গে কথা হয়েছিল। হাসিখুশি মেয়ে ছিল। আমাদের ব্যাচ থেকে হঠাৎ একজনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ।’অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। তামান্নার অকাল মৃত্যু আমাদের সবার জন্য বড় বেদনার। বিশ্ববিদ্যালয় খুললে তার স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে।’ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।’
Source: সময়ের কন্ঠস্বর