বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় পুরনো চাকরি ছেড়ে নতুন প্রতিষ্ঠানে যোগদানের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নতুন কর্মস্থলে যোগদানের আগের দিনই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রুবেল।১৩ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় রাত দুইটার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে।নুরুল আবছার রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে রুবেল ছিলেন বড় সন্তান। পরিবারের আর্থিক টানাপোড়েন মেটাতে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি দুবাই পাড়ি জমান।প্রথমে এক রেস্টুরেন্টে কাজ করলেও কিছুদিন আগে নতুন একটি কোম্পানিতে চাকরির সুযোগ মেলে তার। আগামী দিনেই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তবে গত ৭ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুবাইয়ে এক মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় আল কাসিমি হাসপাতালে ভর্তি করেন। টানা ছয় দিন আইসিইউতে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহতের ফুফাতো ভাই আলী আজম জানান, ‘নতুন চাকরি পেয়ে রুবেল খুবই খুশি ছিল। আমাদের সবাইকে ফোন করে জানায়, তার ভালো একটা চাকরি হয়েছে। কিন্তু সেই চাকরিতে যোগ দেওয়ার আগের রাতেই এই দুর্ঘটনা ঘটে।’রুবেলের প্রতিবেশী ও নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সবুর বলেন, ‘এই গ্রামের অনেক যুবক জীবিকার সন্ধানে বিদেশে গেছেন। নুরুল আবছারও বিদেশ গিয়ে পরিবারের হাল ধরতে চেয়েছিল। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এখন তার বাবা-মা দিশেহারা। আমরা সরকারের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানাই।’নুরুল আবছার নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের প্রবাসী সদস্য ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের সদস্যসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।বিদেশের মাটিতে স্বপ্ন নিয়ে যাওয়া এক তরুণের জীবন এভাবে থেমে যাওয়া আবারও বিদেশগামী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ বাস্তবতার কথা মনে করিয়ে দিল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ১০ পরীক্ষার্থী
প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ১০ পরীক্ষার্থী

প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীমের গাফিলতির কারণে কিশোরগঞ্জের একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে Read more

‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পাশে দ্যা নিউ গ্রীন লাইফ হাসপাতাল। এখানে বসেই দিনের পর দিন চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিলো Read more

আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!
আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশবরেণ্য ইসলামি বক্তা মুফতি আমির হামজার মাহফিলে মোবাইল ও মানিব্যাগ চুরির হিড়িক পড়েছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ও Read more

সব দিলেও আর আমি ছেলেকে ফিরে পাবো না
সব দিলেও আর আমি ছেলেকে ফিরে পাবো না

আমার একমাত্র ছেলে ছিল সাদ। বড় ইচ্ছে ছিল ছেলে কুরআনের হাফেজ হবে, এ জন্য স্কুলে ভর্তি না করে মাদ্রাসায় দিয়েছিলাম। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন