ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশবরেণ্য ইসলামি বক্তা মুফতি আমির হামজার মাহফিলে মোবাইল ও মানিব্যাগ চুরির হিড়িক পড়েছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ও সভাপতির মানিব্যাগও খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অন্তত সাতজনের মোবাইল ও চারজনের মানিব্যাগ চুরির তথ্য জানা গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।সরেজমিনে দেখা যায়, মাহফিলে কয়েক হাজার মানুষের ঢল। মনোযোগ দিয়ে মানুষ আমির হামজার তাফসির শুনছেন। মাহফিল শেষে হঠাৎ করেই একের পর এক শোনা যাচ্ছে মোবাইল ও মানিব্যাগ খোয়ার ঘটনা। এদিক-সেদিক মোবাইল ও মানিব্যাগ খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না। এরকম সাতজন জানিয়েছেন তাদের মোবাইল ও চারজনের মানিব্যাগ চুরি হয়ে গেছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা ও সভাপতির দায়িত্বে থাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইনের মানিব্যাগও খোয়া গেছে। মোবাইল হারিয়েছে আলফাডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর আমীর ওয়াহিদুল ইসলামের।বোয়ালমারী থেকে আসা আশরাফুল ইসলাম নামের একজন বলেন, ‘এসেছিলাম ওয়াজ শুনতে। কিন্তু সবাই এখানে ওয়াজ শুনতে আসেনি। অনেক চোর এসেছে। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।’পৌর জামায়াতে ইসলামীর আমীর ওয়াহিদুল ইসলাম বলেন, ‘মাহফিলের দায়িত্বে ব্যস্ত ছিলাম। কিন্তু পকেট থেকে কীভাবে মোবাইল হারিয়েছে, তা বুঝতে পারিনি।’আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের খালিদ হাসান নামের আরেকজন বলেন, ‘মাঠের পাশে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলাম। মোবাইল দীর্ঘক্ষণ হাতে থাকলেও একপর্যায়ে পকেটে রাখি। কিছুক্ষণ পর দেখি মোবাইল নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও পাইনি।’আব্দুল হামিদ নামের আরেকজন বলেন, ‘পাঁচজনের কাছ থেকে শুনেছি তাদের মোবাইল চুরি হয়ে গেছে। আরও অনেকের মানিব্যাগ চুরি হয়েছে বলে জানতে পারি।’হেমায়েত হোসেন বাবু নামে পৌর এলাকার এক বাসিন্দা জানান, ‘মাহফিল শুনতে এসেছি। প্যান্টের পকেটে মানিব্যাগে ৮ হাজার টাকা ছিল। মাহফিল শেষে দেখি পকেটে মানিব্যাগ নেই।’মাহফিলের সভাপতির দায়িত্বে থাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন বলেন, ‘মাহফিলের কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু কখন যেন পকেট থেকে মানিব্যাগ চুরি হয়ে গেছে। মানিব্যাগে ৭-৮ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ছিল।’মাহফিলের প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা বলেন, ‘মাহফিল থেকে কীভাবে যেন মানিব্যাগটি হারিয়ে গেছে। তবে মানিব্যাগের মধ্যে কত টাকা ছিল, সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।’এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘নিরাপত্তার চাঁদরে মাহফিলস্থল ঘিরে রেখেছিলাম। তবে নিজে সতর্ক না থাকলে ভিড়ের মধ্যে এমন ঘটনা ঘটে যায়। কেউ লিখিত অভিযোগ দিলে মোবাইল ও মানিব্যাগ উদ্ধারসহ চোর শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপাহারে বাজারে আসছে গুটি , আম রুপালী মিলবে ১৮ জুন
সাপাহারে বাজারে আসছে গুটি , আম রুপালী মিলবে ১৮ জুন

নওগাঁ জেলায় জেলা প্রশাসনের নির্ধারিত 'ম্যাঙ্গো ক্যালেন্ডার' অনুযায়ী আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। সেই অনুযায়ী Read more

নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম
নড়াইলে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মো. সাহেব শেখ (৩৬) কে দূর্বৃত্তরা এলাপাতাড়ি ভাবে কুপিয়ে Read more

বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কাফন মিছিল ও সড়ক অবরোধ
বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কাফন মিছিল ও সড়ক অবরোধ

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে সড়ক অবরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন