নেত্রকোনার কলমাকান্দায় ঈদে খালার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলেশ্বরী নদীতে ডুবে পাঁচ বছর বয়সের মুজাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর নয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।শিশু মুজাহিদ বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশের মঙ্গলেশ্বরী নদীর দিকে চলে যায়। একপর্যায়ে পরিবারের চোখের আড়ালে সে নদীর পানিতে পড়ে ডুবে যায়।পরিবার ও স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে মুজাহিদকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি লুৎফুর রহমান জানান, পরিবারের দাবিতে লাশ হস্তান্তর করা হয়েছে, তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর