সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহা আক্তার ইকরা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইকরা মাইজবাড়ী গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সোহেল মিয়া পরিবারসহ সিলেটে বসবাস করেন।খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের জন্য সোহেল মিয়া সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন। সকালে বাড়ির সামনে জালধরা হাওরে গোসল করতে গিয়ে ইকরা পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে ঘাটের একটু দূর থেকে নিথর দেহ উদ্ধার করে। পরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেলবরষ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন এই মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর