নেত্রকোনায় একদিনে পৃথক পৃথক ঘটনায় তিন শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনার খবর পাওয়া যায়। জেলার কেন্দুয়া, খালিয়াজুরী ও পূর্বধলা এই তিন উপজেলায়, দুজন সড়ক দুর্ঘটনায়, দুইজন পানিতে ডুবে ও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে বাড়ির কাছে পুকুরে পড়ে তিন বছরের শিশু মাহাদি নিহত হয়েছে। একই উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মতির মোড়ে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসাইন নামের সাত বছরের শিশু নিহত হয়। একই উপজেলার মাসকা এলাকায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী হিমাচল বাসের চাপায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম মিন্টু নামের সোয়েটার ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে রাত সাড়ে আটটার দিকে।অন্যদিকে খালিয়াজুরী উপজেলায় মেন্দিপুর গ্রামে সন্ধ্যায় ফ্রিজের সাথে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তালুকদার নামের কিশোর, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুর্বধলা উপজেলার জটিয়াবর গ্রামে সন্ধ্যায় পুকুরে ডুবে ইয়াছিন শেখ নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সবগুলো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো প্রকার অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। তবে প্রত্যেকটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়ার খবর পেয়েছি, তবে পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে গিয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন করে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে ব্যাপক বিস্ফোরণ
নতুন করে ইসরায়েলি বিমান হামলায়  বৈরুতে ব্যাপক বিস্ফোরণ

হেজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের ঠিক বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

৭১ ও ২৪ এক কাতারে আনা সমুচিত নয়: বিএনপি
৭১ ও ২৪ এক কাতারে আনা সমুচিত নয়: বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪-কে এক কাতারে আনা হয়েছে, যা সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম Read more

আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার
আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার

বড় তারকা হলেও শিকড় ভুলে যাননি নেইমার। আর তাই হয়তো গত মৌসুমে আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন