ঈদের ছুটি মানেই আনন্দ আর অবকাশের এক অপূর্ব মিলন। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজে নিতে বেরিয়ে পড়েছে মানুষ। সেই খোঁজে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে শুরু করে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে বিস্তৃত পদ্মাসেতুর দক্ষিণপাড়ের বেড়িবাঁধে যেন মানুষের ঢল নেমেছে।বৃহস্পতিবার (১২ জুন) সরেজমিনে দেখা যায়, পদ্মাসেতুর পাশ ঘেঁষে সাজানো বেড়িবাঁধ এখন রীতিমতো ঈদের বিনোদন স্পট। চোখে পড়ে হাজারো মানুষের মুখরতা—কে আসছেন পরিবার নিয়ে, কে বন্ধুদের সঙ্গে কিংবা ভালোবাসার মানুষের হাত ধরে। সেতুর নিচ দিয়ে বয়ে চলা পদ্মার অফুরান জলরাশি আর বিকেলের সোনালি আলোয় ঝিকিমিকি করা নদীর রূপ যেন হৃদয় ছুঁয়ে যায়।ঢাকা থেকে মাত্র এক ঘণ্টার পথ। সেতু পার হয়ে জাজিরা টোল প্লাজা থেকে কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই নদীতীরবর্তী পর্যটন স্পটে। পথঘাটে তখন গিজগিজ করছে গাড়ি, তীরঘেঁষে চলছে মানুষের আসা-যাওয়া। শিশুদের উচ্ছ্বাস, তরুণদের হাসি আর সেলফির মুহূর্তে ভরে উঠেছে পদ্মার পাড়।নদীর বুক চিরে ভেসে বেড়ায় ইঞ্জিনচালিত ছোট নৌকা। কেউ সূর্যাস্ত দেখতে মাঝনদীতে, কেউবা শুধু হাওয়ায় চোখ বুজে হারিয়ে যাচ্ছে নিজস্ব এক জগতে। ফরিদপুর থেকে আসা মো. আরিফ বললেন, ‘এখানে এলে মনে হয় প্রকৃতির বুকে ফিরে এসেছি। পদ্মার পাড়ে বসেই জীবনের সব ক্লান্তি ভেসে যায়।’বাঁধের ধারে জমে উঠেছে চায়ের দোকান, ভাজাভুজি আর ইলিশের হাট। সন্ধ্যার দিকে অনেকেই খিচুড়ি আর ভাজা ইলিশে মুখরোচক ভোজে মেতে ওঠেন। মাছ বিক্রেতাদের কণ্ঠে তখন ডাক—‘এই যে ভাই, টাটকা পদ্মার মাছ, নেন ভাই!’পদ্মা নদী, হাওয়া, আলো আর মানুষের মিলনে গড়ে ওঠা এই বেড়িবাঁধ যেন ঈদের দিনে এক জীবন্ত কবিতা। আর সেই কবিতার ছন্দে আজ মুখরিত পদ্মার পাড়।নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশংসনীয়। পুরো এলাকাজুড়ে ছিল পুলিশের কড়া নজরদারি। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, ‘প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসছেন। আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি, যাতে সবাই নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়া কি, এ থেকে বাঁচার দোয়া
রিয়া কি, এ থেকে বাঁচার দোয়া

রিয়া আরবি শব্দ। আভিধানিক অর্থ হলো- লোক-দেখানো কাজ, আত্মপ্রদর্শন, মুনাফিকী ও ভণ্ডামি ইত্যাদি। ইসলামি পরিভাষায় রিয়া হলো- সুনামের আশায় বা Read more

নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি
নিরপরাধ মানুষ হত্যাকারী অভিশপ্ত ও চিরজাহান্নামি

ইসলামে বড় অপরাধ ও পাপসমূহের একটি হলো নিরপরাধ মানুষ হত্যা বা খুন। মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় অপরাধ এটি। ইসলামে Read more

টাঙ্গাইলে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
টাঙ্গাইলে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যাগে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন