দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে শ্রীনগর কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাক বাংলা এলাকায় গিয়ে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা যুবদলের কমিটির সদস্য বাবু মোল্লা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।সমাবেশে বাবু মোল্লা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে বারবার তালবাহানা করছে। শুরুতে ডিসেম্বরের কথা বললেও পরে তা পিছিয়ে জুন এবং সর্বশেষ এপ্রিলে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এ ধরনের ধোঁকাবাজি বিএনপি আর মেনে নেবে না।’তিনি আরও বলেন, ‘আমাদের একটাই দাবি দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। অন্যথায় শুধু শ্রীনগর নয়, সারাদেশেই যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনসমূহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’নেতারা অভিযোগ করেন, বিগত সময়ে জনগণের ভোটাধিকার হরণ করে রাতের আঁধারে ভোট ডাকাতি করা হয়েছে। সরকার যদি আবারও এমন চেষ্টা করে, তবে বিএনপি তা প্রতিরোধ করবে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর