ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট। এ যানজটের কারণে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভূরঘাটা বাস স্ট্যান্ড নামক স্থান থেকে শুরু করে বরিশাল সদর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এই ৪৫ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার ১২ জুন দুপুর সাড়ে বারোটার দিকে যানজটের চিত্র দেখা যায়।গৌরনদী বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে শুরু করে সড়কে দুই প্রান্ত দক্ষিণ ও পূর্ব এবং পশ্চিমে আঞ্চলিক মহাসড়ক গোপালগঞ্জ খুলনা তিনটি সড়কে প্রায় দুই কিলোমিটার মহাসড়ক জুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, দূরপাল্লার পরিবহন ও পণ্যবাহী ট্রাকে থাকা গবাদি পশু।এ যানজটের কারণে সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন নারী, পুরুষ ও বৃদ্ধ। অনেক সময় গাড়িতে আটকা পড়ে গরমের তাপদাহে অসুস্থ হয়ে পড়েন।এ ছাড়া সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন না, এমনটাই অভিযোগ সাকুরা পরিবহনের যাত্রী শফিক রহমান। এছাড়া গরু ব্যবসায়ী আজিজ ফকির বলেন, ‘আমরা ফরিদপুর থেকে চার-পাঁচ জন গৌরনদীতে কোরবানি উপলক্ষে গরু নিয়ে আসছিলাম। আমাদের প্রায় আটটির বেশি গরু বিক্রি না হওয়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু যানজটে থাকলে গরমে গরু অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’লাবিবা পরিবহনের চালক সুজন অভিযোগ করে বলেন, ‘রাস্তায় থ্রি হুইলার চলার কারণে আমাদের যাত্রীবাহী পরিবহনের সমস্যায় পড়তে হয়।’এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, ‘মহাসড়কে ওভারটেকিং, রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা এবং থ্রি-হুইলারের কারণে রাস্তায় এই যানজট সৃষ্টি হয়। আমাদের হাইওয়ে পুলিশ রাস্তায় রয়েছে যাতে করে যানজট নিরসন হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে চাঁদা না পেয়ে তরমুজ চাষিকে পিটিয়ে ও কুপিয়ে জখম
বাউফলে চাঁদা না পেয়ে তরমুজ চাষিকে পিটিয়ে ও কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফল উপজেলায় চাঁদার টাকা না পেয়ে জুয়েল মীর (৩৫) নামে তরমুজ চাষিকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার Read more

‘সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে’- একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল
‘সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে’- একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন