এবছর ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানির চামড়া সংরক্ষনের জন্য ২০ কোটি টাকা লবণ বিনামূল্য পৌছে দিয়েছে সরকার। গরুর চামড়া প্রতি ৮-১০ কেজি ও ছাগল প্রতি ৩-৪ কেজি লবণ বরাদ্দ দিয়েছে। এছাড়াও চামড়ার ন্যায্য মূল্য ধরে রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে মাগুরা প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্প সচিব এসব কথা জানান। এসময় তিনি বিসিক এরিয়ায় উন্নয়নের কথাও তুলে ধরেন।এসময় শিল্প সচিব আরও বলেন, মাগুরায় কর্মস্থানের ব্যবস্থা জরুরি। মেডিকেল কলেজ নিমার্ণ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর