চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১১ জুন) দুপুর পৌনে ২টার সময় জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬৪ নম্বর প্রধান খুটির কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ২৬ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ২৬ জনের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন।বুধবার বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ২টার সময় ৩২-বিএসএফ ব্যাটালিয়ন মহেশপুর ব্যাটালিয়নকে অবগত করেন যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশিকে হরিয়ানা পুলিশ আটক করেছে। এরপর পুলিশ ওই ২৬ জনকে বিএসএফের নিকট হস্তান্তর করেছে। বিএসএফ উক্ত ২৬ জন বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করেন এবং ২৬ জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবিকে প্রেরণ করে।পরে বিজিবি উল্লেখিত ২৬ জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। এরপর বুধবার দুপুর পৌনে ২টার সময় জীবননগর উপজেলার সীমান্তর ৬৪ নম্বর প্রধান খুটির কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ২৬ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেন। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর