সিরাজগঞ্জে জেলার কাজিপুর উপজেলার মেঘাই ঘাটে যমুনা নদীতে গোসলে নেমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিরাজুল হক তমাল (১৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজ তমাল বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বুধবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘নিখোঁজ তমাল তার পরিবার নিকট আত্মীয়-স্বজনসহ এগারো জন মেঘাই ঘাটের (হার্ট পয়েন্ট) এলাকায় বেড়াতে এসে নদীতে গোসলে নামে। অন্য তিন জন নদী থেকে উপরে উঠে আসলেও তমাল নদীর স্রোতে ডুবে যায়।’ এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারের জন্য ডুবুরি দল চেষ্টা অব্যাহত রেখেছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর