রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের শিশু শিক্ষার্থী আব্দুলাহ ওরফে তামিমকে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তামিম।নিখোঁজ হওয়ার ২২ দিন পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মঙ্গলবার (১০ জুন) বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে বাংলাদেশ অধিনায়ক তপু বর্মন নিখোঁজ তামিমের ছবি হাতেই মাঠে প্রবেশ করেন। জাতীয় স্টেডিয়ামে দুই দেশের জাতীয় সংগীত চলাকালীন সময়েও তামিমের ফ্রেম করা ছবিটি হাতে ধরে রাখেন তপু।তামিম পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সে সরিষা প্রেম টিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।এদিকে নিখোঁজের ঘটনায় তামিমের পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা। ছেলের খোঁজে দিন-রাত প্রহর গুনছেন মা-বাবা। একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশায় সর্বত্রই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এবার সেই নিখোঁজ তামিমের পরিবারের পাশে দাঁড়ালেন তপু-হামজারা। পরিবারকে মানসিক শক্তি জোগাতে এই উদ্যোগ।তামিমের বাবা মোঃ নজরুল ইসলাম বলেন, আমার ছেলে নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি করে না পেরে থানায় নিখোঁজ জিডি করেছি। আমি আমার তামিমকে ফিরে পেতে প্রশাসন ও সরকারের সাহায্য কামনা করছি।তামিম নিখোঁজের বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন বলেন, তামিমের বাবা বাদী হয়ে থানায় একটি নিখোঁজ জিডি করেছেন তামিমকে খুঁজে পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর