ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমের অভিনয়ে প্রতারণা, ধর্ষণ ও নির্যাতন। এসব অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি পলাশ দাশ (৪০) অবশেষে র্যাবের জালে ধরা পড়েছে।র্যাব-৭, চট্টগ্রামের একটি দল চট্টগ্রামের পটিয়া উপজেলার সেবাশ্রম মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করে বলে সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন।গ্রেফতার পলাশ দাশ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নন্দীপাড়ার বাসিন্দা। তার বাবার নাম সুনীল দাশ। তিনি কেরানীহাট কর্ণফুলী মার্কেটের ‘জয় স্টোর’ নামক একটি মুদি দোকানের মালিক।র্যাব-৭ জানায়, ভুক্তভোগী নারী একজন ডিভোর্সপ্রাপ্ত ও দুই সন্তানের জননী। তিনি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বসবাস করতেন। সেখানকার মুদি দোকানদার পলাশ দাশের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে শুরু হয় প্রেম।২০২১ সালের ৮ অক্টোবর প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে পলাশ তার দোকানে ডেকে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে পলাশ জানান, তিনি হিন্দু হলেও ইসলাম ধর্ম গ্রহণ করে ওই নারীকে বিয়ে করবেন।ভিকটিমের বিশ্বাস অর্জন করে পলাশ তার সঙ্গে দীর্ঘদিন ভাড়া বাসায় বসবাস করেন। এক পর্যায়ে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন। বিয়ের চাপ দিলে পলাশ মারধর শুরু করে এবং গর্ভের সন্তান নষ্ট করার হুমকিস্বরূপ দেয়।ঘটনার পর ভিকটিম সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাশ আত্মগোপনে চলে যান।র্যাব জানায়, পলাতক পলাশকে ধরতে দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল তারা। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার সেবাশ্রম মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর পলাশ দাশকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।এনআই
Source: সময়ের কন্ঠস্বর