পর্যটনের শহর কক্সবাজারের শান্ত নীল জলরাশি আজ আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। সাগরের ঢেউয়ের সঙ্গে আনন্দভ্রমণে এসে প্রাণ হারালেন রাজশাহীর এক বাবা ও তার তরুণ পুত্র। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে প্রাণ হারান তারা।নিহতরা হলেন, রাজশাহী সদর উপজেলার বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)। পরিবারটি সকালেই কক্সবাজারে পা রাখে এবং কলাতলী এলাকার হোটেল সী ক্রাউনে অবস্থান নেয়। দুপুরে সমুদ্রস্নানের উদ্দেশ্যে সৈকতে নামেন তারা। এসময় স্রোতের টানে হঠাৎ ভেসে যান বাবা ও ছেলে।জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, লাইফগার্ড কর্মীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি- চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।সী সেইফ লাইফগার্ড টিমের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ শুক্কুর জানান, ‘প্রথমে বাবাকে টেনে তোলা হয়, পরে ছেলেকে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তারা রক্তবমি করছিলেন।’এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সৈকতজুড়ে। তবে এটিই প্রথম নয়। মাত্র একদিন আগেও (রোববার) দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে সমুদ্রপাড়ে।সেদিন বিকেলে লাবণী পয়েন্টে সাগরে নেমে নিখোঁজ হন চট্টগ্রামের ডিসি রোডের বাসিন্দা পর্যটক রাজীব আহম্মদ (৩৫)। আট ঘণ্টা পর রাতে ডায়াবেটিক পয়েন্ট সংলগ্ন এলাকায় তার নিথর দেহ ভেসে উঠে।এছাড়া সকালেই শৈবাল পয়েন্টে শখের বশে মাছ ধরতে নেমে প্রাণ হারান স্থানীয় বাসিন্দা বাহারছড়া এলাকার মোহাম্মদ নুরু। তার দেহ উদ্ধার হয় পরদিন সকালে নাজিরারটেকের উপকূলে।পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মৃতদেহগুলো বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা
হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট এলাকার খাবারের হোটেলগুলোতে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইসরায়েলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর অবরুদ্ধ গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।শনিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন