কক্সবাজারের চকরিয়ায় পান সরবরাহের আড়ালে সংঘবদ্ধ অস্ত্র পাচার চক্রের সদস্যকে আটক করেছে র্যাব ও কোস্টগার্ডের যৌথ বাহিনী। এ সময় একটি অটোরিকশা থেকে সাতটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।সোমবার (৯ জুন) দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।ঘটনায় আটককৃত ব্যক্তি আইয়ুব আলী (৪৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল গ্রামের বাসিন্দা। অভিযানে আরও এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে র্যাব। লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, রোববার (০৮ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মহেশখালী থেকে একটি অস্ত্রের চালান পানবাহী গাড়িতে পাচার করা হচ্ছে। খবর পেয়েই চকরিয়ার বদরখালী স্টেশনের সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি বসায় র্যাব ও কোস্টগার্ডের যৌথ টিম। তল্লাশির সময় মহেশখালী দিক থেকে আসা একটি সন্দেহজনক অটোরিকশা থামানো হয়। গাড়ির যাত্রীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িতে থাকা পান ভর্তি বস্তাটি খোলা হয়। সেখানেই লুকিয়ে রাখা ছিল সাতটি দেশীয় তৈরি বন্দুক।তিনি আরও বলেন, আটক আইয়ুব আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রটির পেছনে থাকা অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।অস্ত্রপাচারের মতো ভয়াবহ অপরাধকে পান সরবরাহের মতো নিরীহ আড়ালে চালানোর অপচেষ্টা নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে বলে জানান সংশ্লিষ্টরা।আরডি
Source: সময়ের কন্ঠস্বর