গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদে এ মারপিটের ঘটনা ঘটে।জানা গেছে, গত ৬ জুন (শুক্রবার) রাতে উপজেলার শুয়াগ্রামের এক গৃহিণীর ফাঁকা বাড়ির ঘরের বেড়া কেটে একই গ্রামের খগেন্দ্রনাথ মধুর ছেলে রিপন মধু ও সুরাত আলী বিশ্বাসের ছেলে রাজিবুল বিশ্বাস মুখোশ পরে ঘরে প্রবেশ করে। ওই গৃহিণী স্বামী রাতে বাড়িতে না থাকার সুযোগে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস গৃহিণীকে ধর্ষণের উদ্দেশ্যে হাত-পা বেঁধে ফেলে। হাত-পা বাঁধার সময় ওই গৃহিণীর সঙ্গে হাতাহাতিতে রিপন মধুর মুখোশ খুলে যায়। ওই গৃহিণী রিপন মধু ও রাজিবুল বিশ্বাসকে চিনে ফেললে তারা ঘর থেকে পালিয়ে যায়।এ ঘটনা এলাকায় জানাজানি হলে রবিবার সন্ধ্যায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস লোকজন নিয়ে ওই গৃহিণী ও তার লোকজনকে মারপিট করে।মারপিটে আবু বক্কার শেখ (২৮), ওসমান শেখ (২৫), আলী শেখ (২২), হাসিব শেখ (২১) ও লাকি খানম (২৩) গুরুতর আহত হয়।ওই গৃহিণী বলেন, ‘গত ৬ জুন (শুক্রবার) রাতে আমার স্বামী চাকরির সুবাদে বাইরে ছিল। ঘরে আমি একা ঘুমিয়ে ছিলাম। আমাকে ঘরে একা পেয়ে এই এলাকার খগেন্দ্রনাথ মধুর ছেলে রিপন মধু ও সুরাত বিশ্বাসের ছেলে রাজিবুল বিশ্বাস মুখোশ পরে আমার ঘরে বেড়া কেটে প্রবেশ করে। তারা প্রথমে আমাকে চেপে ধরে ওড়না দিয়ে হাত-পা বাঁধে। হাত-পা বাঁধার এক পর্যায়ে আমি পা দিয়ে লাথি মারলে রিপন মধুর মুখোশ খুলে যায়। আমি রিপন মধুকে চিনে ফেলার কারণে তারা আমাকে রেখে পালিয়ে যায়। বিষয়টি আমি এলাকায় লোকজনকে জানালে আজ রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে সালিশ বৈঠকে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস লোকদের নিয়ে আমাদের লোকজনকে মারপিট করে। আমি রিপন মধুসহ এ ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করছি।’মারপিটের ঘটনার পর রিপন মধু ও রাজিবুল বিশ্বাস পলাতক রয়েছে। তাদের মুঠোফোনটি বন্ধ রয়েছে।স্থানীয় সালিশকারক রনজিত মধু, আলমগীর হাজরা, সালাম মেম্বর ও লোকমান হোসেন বলেন, ‘সালিশ বৈঠকের এক পর্যায়ে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস লোকজন নিয়ে বৈঠকে উপস্থিত কয়েকজনকে মারধর করে। এ ঘটনার পরে আমরা বৈঠক থেকে চলে আসছি।’কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এনআই
Source: সময়ের কন্ঠস্বর