ঈদুল আযহার দিনে ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধু নিহত ও দুই বন্ধু আহত হয়েছেন। শনিবার (৭ জুন) বিকেলে গদখালী রেললাইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম হৃদয় হোসেন (২০)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে আবু সাঈদ (২০) ও নলতার মাগুরী গ্রামের মনিরুল ইসলামের ছেলে নীরব হোসেন (১৯)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, ঈদুল আযহার নামাজ শেষ করে তিন বন্ধু হৃদয়, সাঈদ ও নীরব মোটরসাইকেল করে ঘুরতে আসেন ফুলের রাজ্য পানিসারা-গদখালী এলাকায়। ঘোরাঘুরি শেষে বিকেলে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে গদখালী রেললাইন এলাকার কাছে পৌঁছালে সামনে থেকে একটি ইজিবাইকের পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় সড়কের পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত লেগে তারা তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর হৃদয় নামে একজন মারা যান।হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসক ফিরোজ আহমেদ জানান, মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে হৃদয়ের মৃত্যু হতে পারে। অপর দুইজন সাঈদ ও নীরবের অবস্থা গুরুতর। সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়ানডে থেকে স্টিভ স্মিথের অবসর
ওয়ানডে থেকে স্টিভ স্মিথের অবসর

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। দলের এমন বিদায়ের একদিনের মাথায় অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের জন্য Read more

সুদানে শরণার্থীশিবিরে বিদ্রোহীদের হামলায় নিহত ১০০
সুদানে শরণার্থীশিবিরে বিদ্রোহীদের হামলায় নিহত ১০০

সুদানের আল-ফাশেরের কাছে শরণার্থীশিবির জমজম ও আবু শোরুকে দুই দিন ধরে ভয়াবহ হামলা চালিয়েছে বিদ্রোহী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন