আগামী বছরের মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণে কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।শুক্রবার (০৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান তিনি।পোস্টে সারজিস আলম লিখেন, জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে কোনো আপত্তি থাকবে না।তিনি বলেন, এক যুগের অবৈধ নির্বাচন ও জুলাই অভ্যুত্থানের পরে ২০২৬ সালে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে যেন ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশিশক্তির প্রদর্শন মুখ্য হয়ে না ওঠে, সে বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না।একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সারজিস লিখেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে দৃশ্যমান কাজের মাধ্যমে। এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন কোনোভাবে ক্ষমতার প্রভাবের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।তিনি জোর দিয়ে আরও বলেন, বড়-ছোট সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিত করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে, যা নিরপেক্ষ নির্বাচনের অন্যতম প্রধান শর্ত।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর