গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৩ জন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৬ জুন) বিকেল ৪টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন দোকান ঘর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলে সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রানের ছেলে ইউনুছ (২০) ও অটো চালক নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)। নিহরা সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্রু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’আরডি
Source: সময়ের কন্ঠস্বর