বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। নামাজের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিচ্ছন্নতা, ধোয়ামোছা, সামিয়ানা টানানোসহ অন্যান্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মুসল্লিরা একসাথে নামাজ আদায় করবেন। এছাড়া বরিশাল নগরীর প্রায় ৫০০ মসজিদে ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরীর বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। জামে কসাই মসজিদেও সকাল ৮টায় ও ৯টায়, এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বালুর মাঠ জামে মসজিদ সকাল ৮টায়, জামে এবাদুল্লাহ মসজিদ, পোর্ট রোড মসজিদ, স্টিমারঘাট মসজিদসহ নগরীর শতাধিক মসজিদে সকাল আটটা থেকে দশটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে কোরবানীর ঈদ উপলক্ষে বরিশাল নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, সেনাবাহিনী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গোয়েন্দা শাখার সদস্যরা সাদা পোশাকে টহলে রয়েছেন। এছাড়াও যানজটপ্রবণ এলাকাগুলোতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও মোতায়েন রয়েছে।পিএম
Source: সময়ের কন্ঠস্বর