আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত করেছে আরেক এশিয়ান দল দক্ষিণ কোরিয়াও। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় এই আসরটি অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে মোট ৪৮টি দল।আয়োজক হওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আগেই মূল পর্বে জায়গা পেয়েছে। গতকাল বাছাইপর্বের মাধ্যমে আরও সাতটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে।উজবেকিস্তানের জন্য গত রাতের ম্যাচে সমীকরণটি ছিল খুবই সহজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র কিংবা জয় পেলেই তারা পৌঁছে যাবে বিশ্বকাপে। দলটি সেই লক্ষ্য পূরণ করে গোলশূন্য ম্যাচে ড্র করে বিশ্বকাপে প্রথমবারের মতো পা রাখল।অন্যদিকে ইরাককে ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে তারা ১১তম বারের মতো টানা বিশ্বকাপের মঞ্চে জায়গা পেয়েছে। এদিকে জর্ডান ৩-০ ব্যবধানে ওমানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে শুধু জয় নয়, তাদের জন্য দক্ষিণ কোরিয়ার জয়টিও গুরুত্বপূর্ণ ছিল। যা একসাথে হয়ে যাওয়ায় জর্ডানের জন্য বিশ্বকাপের দরজা খুলে যায়।বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের অবস্থান ৫৭তম। প্রায় ৩ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশটি ১৯৯২ সালে স্বাধীনতা অর্জনের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। ২০০৬ সালে দলটি বিশ্বকাপে ওঠার কাছাকাছি গিয়েছিল, তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সে সময় একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে পুনরায় খেলা হয়, এবং অ্যাওয়ে গোলের নিয়মে তারা বাদ পড়ে। বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো:আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও নিউজিল্যান্ড।
Source: সময়ের কন্ঠস্বর