রাঙ্গামাটি রাজবন বিহার ঘাট থেকে বন্ধুদের নিয়ে সাঁতার কেটে রাজবাড়ী ঘাটে যাওয়ার সময় নিখোঁজ হওয়া দীপেন চাকমা (১৫) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১:০৫ টায় দীপেন চাকমার মৃতদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার করা হয়।বুধবার (৪ জুন) বুধবার ১১:৩০ মিনিটের দিকে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে ফায়ার সার্ভিস টিম, নৌ বাহিনীর টিম, স্থানীয়দের সাহায্য নিয়ে দীপেন চাকমাকে খোঁজাখুঁজি করা হয়। অবশেষে দীর্ঘ অনুসন্ধান শেষে দুপুর ১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আব্দুল মান্নান আনসারী জানান, দুপুর ১ টার দিকে দীপেন চাকমার লাশ উদ্ধার করা হয়েছে।দীপেন চাকমা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার পিতার নাম মহেশ্বর চাকমা, তিনি রাঙামাটির সদরের রাজদ্বীপ (চক্রপাড়া) এলাকার বাসিন্দা বলে জানা গেছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর