পার্বত্য বান্দরবানের লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক/শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ০৫ জুন, বিকেল ৩ ঘটিকার সময় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মধ্য দিয়ে তাদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের, সাধারণ সম্পাদক জাওয়ানা ভিক্ষু, টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি বাছিং মারমা, শিক্ষাবিদ অংক্যহ্লা মারমা, সময়ের কন্ঠস্বরের লামা উপজেলা প্রতিনিধি মোঃ এমরানসহ প্রমুখ।ঈদের আগে ঈদ উপহার পেয়ে খুশি মানুষ গড়ার কারিগর জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাঁরা বলেন, ‘জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক একজন বৌদ্ধধর্মাবলম্বী হওয়ার পরেও আজ আমাদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছে তা অতুলনীয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি এখনো বেসরকারি। জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের মাঝে আজ ঈদ উপহার তুলে দিয়েছেন, এর জন্য আমরা আনন্দিত এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’উপস্থিত অংক্যহ্লা মারমা, বাছিং মারমা, এমরান, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষকদের হাতে ঈদ উপহার তুলে দিয়ে আলোচনা সভার সমাপ্তি করেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর