গাজীপুরে টঙ্গীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) রাত ১১ টায় টঙ্গীর আমতলি এলাকায় জাভান হোটেলে এ অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযানে ৩৬ বোতল বিদেশি মদ ও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী টঙ্গীর জাভান হোটেলে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ৭ জনকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এসআর
Source: সময়ের কন্ঠস্বর