যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সদর উপজেলার শেখহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (০৪ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক শাহীন পারভেজের নেতৃত্বে একটি টিম শেখহাটি মিয়া বাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাড়ে ৬ কেজি গাঁজাসহ সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। তিনি শেখহাটি এলাকার আব্দুল গফুর মোল্যার স্ত্রী। গাঁজাগুলো চালের ড্রামের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিলো। তাদের স্বামী স্ত্রীকে আসামি করে শাহীন পারভেজ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করেছেন। এসআর
Source: সময়ের কন্ঠস্বর