চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটে গেল এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। কোরিয়ান ইপিজেডে কর্মরত রুহুল আমীন (৩৮) নামের এক পরিশ্রমী যুবককে দিনের আলোয় ছুরিকাঘাত করে, মুখে চেতনানাশক পাউডার ছুঁড়ে ব্যাংক থেকে উত্তোলন করা লক্ষাধিক টাকা লুটে নেয় দুর্বৃত্তরা।মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার আনোয়ারা-চন্দনাইশ সড়কের সাদ মুসা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।রুহুল আমীন বরিশালের ভোলা জেলার মৃত নুরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মুহাম্মদপুর চায়না রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। কেইপিজেডে কর্মরত এ যুবক সংসারের হাল ধরেছিলেন দূরদেশে এসে।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। তার মুখমণ্ডলে চেতনানাশক পাউডারের ছাপ ছিল স্পষ্ট, এক হাত ছিল রক্তাক্ত। সাথে সাথে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।রুহুলের ভাই আবদুর রাজ্জাক জানান, ব্যাংকে কিছু জরুরি কাজের জন্য সে ছুটি নিয়ে বের হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই খবর পাই আমার ভাইকে ছুরি মারা হয়েছে।পরে হুঁশ ফিরলে সে জানায়, ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার টাকা উত্তোলনের পর মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তার গতি রোধ করে। এরপর তারা হঠাৎ মুখে চেতনানাশক পাউডার ছুঁড়ে দেয়, হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা টাকা ও মানিব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আহত অবস্থায় যুবকটিকে আমাদের এখানে আনা হলে আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও মানসিকভাবে সে ভীষণ ভেঙে পড়েছে।’এবিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিষ চন্দ্র দেব বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, আহত যুবককে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল।’এনআই
Source: সময়ের কন্ঠস্বর