পঞ্চগড়ে আবারও নারী পুরুষ শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। মধ্যরাতে জেলার সদর উপজেলার শিংরোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঠেলে দেয় বিএসএফ। পরদিন ভোরে স্থানীয় গ্রাম পুলিশ ও বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সবাইকে আটক করেন।অভিযোগ উঠেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরিকল্পিতভাবে তাদের বাংলাদেশের মাটিতে পুশ-ইন করেছে।গতকাল সোমবার (২ জুন) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এবং চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়।হাড়িভাসা সীমান্তে আটক ৯ জনকে প্রথমে গ্রাম পুলিশের সদস্যরা ঘাগড়া বিওপিতে হস্তান্তর করেন। অন্যদিকে, খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে আসা ১৭ জনকে শিংরোড বিওপির সদস্যরা আটক করেন। পরে মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।আটককৃতরা জানান, ভারতের হরিয়ানা প্রদেশে ১০ থেকে ১৫ বছর ধরে তারা কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিমানযোগে নিয়ে যায় বাগডোগরা। সেখান থেকে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং রাতের অন্ধকারে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “বিজিবির মাধ্যমে ২৬ জনকে আমরা গ্রহণ করেছি। তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা, যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর