পঞ্চগড়ে আবারও নারী পুরুষ শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। মধ্যরাতে জেলার সদর উপজেলার শিংরোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঠেলে দেয় বিএসএফ। পরদিন ভোরে স্থানীয় গ্রাম পুলিশ ও বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সবাইকে আটক করেন।অভিযোগ উঠেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরিকল্পিতভাবে তাদের বাংলাদেশের মাটিতে পুশ-ইন করেছে।গতকাল সোমবার (২ জুন) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এবং চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়।হাড়িভাসা সীমান্তে আটক ৯ জনকে প্রথমে গ্রাম পুলিশের সদস্যরা ঘাগড়া বিওপিতে হস্তান্তর করেন। অন্যদিকে, খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে আসা ১৭ জনকে শিংরোড বিওপির সদস্যরা আটক করেন। পরে মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।আটককৃতরা জানান, ভারতের হরিয়ানা প্রদেশে ১০ থেকে ১৫ বছর ধরে তারা কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিমানযোগে নিয়ে যায় বাগডোগরা। সেখান থেকে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং রাতের অন্ধকারে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “বিজিবির মাধ্যমে ২৬ জনকে আমরা গ্রহণ করেছি। তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা, যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারিবারিক কলহের জেরে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে
পারিবারিক কলহের জেরে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর মৃত্যু হয়।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় Read more

একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ
একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ Read more

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। এ মাসটি যেমন হজের মাস তেমনি কুরবানি, তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন